রামোসের জোড়া গোলে সেমির পথে রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯

আগের দিন শেষ আটের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনা। পরদিন সেই পথেই এগুচ্ছিলো চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। তুলনামূলক দুর্বল দল জিরোনার বিপক্ষে তারাও হজম করেছে ২ গোল।

তবে অধিনায়ক সার্জিও রামোসের জাদুতে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়নি তাদের। কোপা দেল রে'র শেষ আটের ম্যাচে জিরোনাকে ৪-২ গোলে হারিয়ে সেমি ফাইনালের পথে এক পা গিয়েই রেখেছে রিয়াল। দলের জয়ে জোড়া গোল করেছেন রামোস। অন্য দুই গোল এসেছে লুকাস ভাস্কুয়েজ এবং করিম বেনজেমার পা থেকে।

রিয়ালের মাঠে খেলতে এসে ম্যাচের সপ্তম মিনিটেই স্বাগতিকদের চমকে দেয় জিরোনা। বাম পাশ থেকে ছোট ডি-বক্সের মুখে ক্রস বাড়ান রাউল গার্সিয়া সে বল পেয়ে ডান পায়ের টোকায় বল জালে জড়ান হন্ডুরাসের ফরোয়ার্ড অ্যালেকজান্ডার লোজানো।

তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখা হয়নি জিরোনার। ১৮তম মিনিটে আলভারো আদ্রিওজেলার কাছ থেকে বল পেয়ে জোরালো শটে দলকে সমতায় ফেরান ভাস্কুয়েজ বিরতির আগে ৪২তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন অধিনায়ক রামোস।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরান জিরোনার স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স গ্র্যানেল। ক্যাসেমিরোর বদলি হিসেবে নামা মার্কস লরেন্তে ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় জিরোনা। স্পট কিক থেকে ২-২ করেন গ্রানেল।

তবে এরপর আর ম্যাচের নিয়ন্ত্রণ পায়নি জিরোনা। ৭৭তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে আবারও দলকে এগিয়ে দেন অধিনায়ক রামোস। এর মিনিট তিনেক বাদে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

আগামী বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জিরোনার মাঠে ফিরতি পর্বে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।