দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলো চট্টগ্রাম আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রামের জায়ান্টরা এগিয়ে গিয়েও ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। দুই ম্যাচে ৪ পয়েন্ট চট্টগ্রামের আকাশী-হলুদদের।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন গাম্বিয়ান মিডফিল্ডার মমোদৌও বা। ডান প্রান্ত থেকে উড়ে আসা কর্নারের বলে মমোদৌ’র জোড়ালো হেড কাঁপিয়ে দেয় রহমতগঞ্জের জাল।

৮০ মিনিটে রহমতগঞ্জ ম্যাচে ফেরে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির সুযোগে। সুযোগটা নেন নাইজেরিয়ান মিডফিল্ডার দামিয়ান। তিনি বল নিয়ে দ্রুত ঢুকে পড়েন চট্টগ্রাম আবাহনীর সীমানায়। বাম দিক দিয়ে বক্সে ঢুকে দামিয়ানের ক্রসে গোল করে সমতা আনেন রহমতগঞ্জের কঙ্গোর ফরোয়ার্ড জুনাপিও।

দুই ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১। পুরনো ঢাকার দলটি প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে। চট্টগ্রাম আবাহনী প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।