শুরুর আগেই ফুটবলকে বিদায় জানালেন বোল্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ পিএম, ২২ জানুয়ারি ২০১৯

দৌড়ের ট্র্যাক থেকে অবসর ঘোষণা দেয়ার পর জানিয়েছিলেন পেশাদার ফুটবলার হওয়ার জন্য যতটুকু সম্ভব লড়াই করে যাবেন পৃথিবীর দ্রুততম মানব জ্যামাইকান উসাইন বোল্ট। কিন্তু শত বাধা-বিপত্তি পেরিয়ে ফুটবলে নাম লেখালেও মাত্র দুই ম্যাচ খেলেই অবসরের ঘোষণা দিলেন উসাইন বোল্ট।

মঙ্গলবার বোল্ট বলেন, ‘এটা আসলেই মজাদার ছিল যতক্ষণ এটা চলমান ছিল। এটা আসলেই ভালো একটি অভিজ্ঞতা। ট্র্যাক থেকে এখানে এসে এই ব্যাপারগুলো আমি বেশ উপভোগ করেছি।’

অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে প্রীতি ম্যাচে দুই গোল করেছিলেন বোল্ট। পরবর্তীতে ক্লাবটির সঙ্গে তার আর পাকাপোক্তভাবে কোনো চুক্তি হয়নি। এর মাঝেই তাকে মাল্টার ক্লাব ভালেতাকে তাকে সাইন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও বোল্ট সেখানে যেতে অস্বীকৃতি জানান।

বোল্ট বলেন, ‘আমি বিভিন্ন জিনিস করার চেষ্টা করেছি। আমার খেলোয়াড়ি অধ্যায় শেষ। তাই এখন আমি ব্যবসার দিকে মনোযোগ দিতে পারব। আমার পাইপলাইনে অনেক চিন্তাভাবনা রয়েছে। আমি এখন এটাই বলতে পারি, এখন আমি পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হবো।’

আরআর/এমএমআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।