কিংসলের জোড়া গোলে মোহামেডানের শুভ সূচনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯

নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে চিগোজির জোড়া গোলে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি)। কিংসলে দুই অর্ধে দুই গোল করেছেন।

মৌসুমের প্রথম দুই টুর্নামেন্ট ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া মোহামেডানের জয় দিয়ে লিগ শুরুটা হতাশার মরুদ্যানে একফোটা বৃষ্টির মতোই। বিজেএমসির বিপক্ষে গোলদাতা কিংসলে তাইতো ম্যাচ শেষে ছিলেন সতীর্থদের আনন্দের মধ্যমনি।

ফেডারেশন কাপে নোফেলের বিরুদ্ধে মোহামেডানের জয়ে বড় অবদান ছিল কিংসলের। তার জোড়া গোলেই মৌসুমের প্রথম জয়টি পেয়েছিল সাদাকালোরা। সেই কিংসলেতেই এলো দ্বিতীয় জয়। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অতি পরিচিত নাম মোহামেডানের জয়ে আবারো জোড়া গোল করলেন।

৩৪ মিনিটে ল্যান্ডিংয়ের ক্রসের বলটি প্রায় মাটি ছুঁয়ে যাচ্ছিল। সেই বলে কিংসলে হেড করেছেন শরীরটাকে বাতাসে ভাসিয়ে। মোহামেডানকে অবশ্য এগিয়ে থেকে বিরতিতে যেতে দেয়নি বিজেএমসি। প্রথমার্ধের ইনজুরি সময়ে বক্সের সামান্য বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে গোল করেন দলের উজবেক ফরোয়ার্ড ওতাবেক।

৮০ মিনিটে বিজেএমসির ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেক দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে দলটিকে শেষ ১০ মিনিট খেলতে হয় ১০ জন নিয়ে। এ সুযোগটি কাজে লাগিয়ে মোহামেডান শেষ মুহুর্তের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এবারও কিংসলের দুর্দান্ত হেড। ক্রস নিয়েছিলেন কায়সার আলী রাব্বি।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।