তিনবারের চ্যাম্পিয়ন জামালকে হারিয়ে স্মরণীয় অভিষেক বসুন্ধরার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯

তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল লিগে স্মরণীয় অভিষেক হলো বসুন্ধরা কিংসের। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতের ম্যাচে নবাগত বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস।

গত মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ারে ওঠা বসুন্ধরা কিংস কাগজ-কলমে সেরা দল গড়েছে। আক্রমণভাগের শক্তি বাড়াতে উড়িয়ে এনেছে রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান মিডফিল্ডার ড্যানিয়েল কলিন্দ্রেসকে।

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে উঠে আবাহনীর কাছে হারলেও স্বাধীনতা কাপে তারা শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে ফাইনালে শেখ রাসেলকে হারিয়ে। এবার লিগেও দুর্দান্ত সূচনা হলো নতুন দলটির।

মৌসুমের প্রথম দুই টুর্নামেন্টের শিরোপা ভাগ করে নেয়া আবাহনী ও বসুন্ধরা কিংসই প্রিমিয়ার লিগের পরিষ্কার ফেভারিট। দুই দলই শুরু করেছে ফেভারিটদের মতো। বিকেলে জিতেছে আবাহনী, রাতে বসুন্ধরা কিংস।

ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৬৯ মিনিটে। ব্রাজিলিয়ন মার্কোসের করা গোলটি বাকি সময় ধরে রেখে অভিষেকে জয় নিয়ে ঘরে ফিরেছে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।