ক্রীড়ালেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১২ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বিএসপিএ) বার্ষিক সাধারণ সভা শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মামুন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ’র সঞ্চালনায় সদস্য আমিনুল হক মল্লিকের কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া সাধারণ সভায় শোকপ্রস্তাব পাঠ করেন সহসভাপতি পরাগ আরমান। ২০১৭ সালের সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কার্যনির্বাহী কমিটির সদস্য রাশিদা আফজালুন নেসা।

অর্থ সম্পাদক রাহেনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন।

বিএসপিএ’র ৬টি শাখার প্রতিনিধিরা তাদের বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করলে সংশোধন সাপেক্ষে সভা সেগুলো অনুমোদন করে।

বার্ষিক সাধারণ সভায় বিএসপিএ নতুন লোগো অনুমোদন করে। সভায় বিএসপিএ’র ১১ জন নবীন সদস্যকেও বরণ করা হয়।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।