বায়ার্নে যোগ দিলেন বিশ্বকাপের সেরা গোলদাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

মৌসুমের শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাচ্ছেন রাশিয়া বিশ্বকাপে সাড়া জাগানো ফুটবলার বেঞ্জামিন পাভার্ড। শুরুতে না পেলেও মৌসুমের মাঝপথে ঠিকই তাকে দলে ভেড়ালো বাভারিয়ানরা। ৩৫ মিলিয়ন ইউরোতে বায়ার্নে নাম লেখালেন পাভার্ড।

বিশ্বকাপ ফুটবলে ছিলেন একদমই অচেনা একজন ফুটবলার। কিন্তু দিদিয়ের দেশমের দলে জায়গা করে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন পাভার্ড। নিজেকে আরো উঁচু পর্যায়ে নিয়ে যান বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে।

ফ্রান্স সেই ম্যাচে এক সময়ে ১-২ ব্যবধানে পিছিয়ে ছিল। সেই অবস্থায় ডি বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত ভলিতে করা গোলটির মাধ্যমেই সমতায় ফিরেছিল ফ্রান্স শেষ পর্যন্ত ম্যাচটিও জিতেছিল তারা। তার করা ঐ অসাধারণ গোলটি বিশ্বকাপের সেরা গোলের মর্যাদাও পায়।

পাভার্ডকে দলে ভেড়ানোর কথা বুধবার আনুষ্ঠানিকভাবে জানান বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর সালিহোভিচ। তিনি বলেন, ‘আপনাদের সবাইকে জানাচ্ছি যে, আগামী মৌসুমের শুরু থেকেই বায়ার্নে যোগ দিতে যাচ্ছেন পাভার্ড। জুলাইয়ের ১ তারিখ থেকে দলে যোগ দিবেন তিনি।’

আরআর/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।