‘মেসি কখনোই আর্জেন্টিনা দলকে ছেড়ে যাননি’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

বিশ্বকাপের পর আকাশী-নীল জার্সিধারীদের হয়ে আর দেখা যায়নি লিওনেল মেসিকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর বেশ আড়ালেই ছিলেন তিনি। তবে সম্প্রতি তার আবারো আর্জেন্টিনা দলে ফেরার গুঞ্জন চাউর হয়েছে। এবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতিও মেসির ব্যাপারে জানালেন, তিনি কখনোই আর্জেন্টিনা দলকে ছেড়ে যাননি।

আর্জেন্টাইন ফুটবল ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাতকারে ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘মেসি কখনোই আর্জেন্টিনা দলকে ছেড়ে যায়নি। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনার জার্সির প্রতি তার যে অগাধ ভালোবাসা রয়েছে সেটা অকৃত্রিম। তাই যখনই তাকে ডাকা হবে তখনই সে জাতীয় দলে ফিরতে প্রস্তুত; আমার এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে সবকিছুই নির্ভর করে কোচের উপর, আমার উপর কিছু নির্ভর করে না।’

তার মত সেরা খেলোয়াড়কে সবসময় মাঠে দেখতে চায় সবাই। তাপিয়াও সেটাই চান। তিনি বলেন, ‘তার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামাটা আমাকে আনন্দ দেয়। কারণ, সে কোনরকম সন্দেহ ছাড়াই বিশ্বের সেরা খেলোয়াড়।’

এর আগে গত মাসে তাপিয়া জানিয়েছিলেন, মার্চেই আর্জেন্টিনার প্রীতিম্যাচের জন্য ঘোষিত দলে জায়গায় করে নেবেন মেসি। এমনকি কোপা আমেরিকাতে আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ডও থাকবে মেসির হাতে এমনটাই প্রত্যাশা করছেন তিনি।

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।