‘কেউ আমাকে সাহায্য করেনি, পরিশ্রমের ফলেই সব পেয়েছি’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

স্বপ্নের মত একটি বছর কাটিয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি জাতীয় দলকে উঠিয়েছেন বিশ্বকাপের ফাইনালে। দল রানার্সআপ হলেও নিজে জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

তাছাড়া ইউরোপিয়ান, ফিফা এবং ব্যালন ডি’অরও জিতেছেন। এত সাফল্যের রহস্য হিসেবে মদ্রিচ জানালেন, পরিশ্রমের ফলেই এতসব অর্জন করতে পেরেছেন তিনি।

জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে লুকা মদ্রিচ বলেন, ‘সব রকমের পুরস্কার-যেমন, বিশ্বকাপে গোল্ডেন বুট; এগুলো কেউ আমাকে পেতে সাহায্য করেনি, সবকিছুই আমি কঠোর পরিশ্রমের ফলে অর্জন করেছি।’

মেসি-রোনালদোর ১০ বছরের আধিপত্যে হানা দিয়েছেন লুকা মদ্রিচ। তাদের গোলের পর গোলে বিশ্ব অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত গোল করা ব্যতীত এক খেলোয়াড়কে বেছে নিয়েছে সবাই। মদ্রিচ বলেন, ‘টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা, নিজের দেশকে ফাইনালে ওঠানো এগুলো সবকিছুই কল্পনাতীত ছিল। এগুলোই সবাইকে ভাবাতে বাধ্য করেছে ফুটবলটা কেবল গোল, গোল, গোলের খেলা নয়।’

নিজের ফুটবল অধ্যায়ের শুরুর দিকে আশেপাশের তিরস্কার সহ্য করতে হয়েছিল মদ্রিচকে। বিশ্বসেরা এই ফুটবলার বলেন, ‘ছোটবেলা থেকেই সবাই আমাকে নিয়ে দ্বিধায় ছিল। শুরুর দিকে অনেক মানুষই আমাকে বিশ্বাস করতে চাইতো না। সবাই আমার চারপাশে দ্বিধা নিয়ে থাকত এবং বলতো আমি কখনো সেরা হতে পারবো না। আমি তাদের ওসব কথায় চিন্তা করিনি। আমি আমার স্বপ্নের পেছনে ছুটেছি এবং সামনেও ছুটতে থাকবো।’

আরআর/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।