টাইব্রেকার জিতে লিগ কাপের সেমিতে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮

ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ) সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতেই ঘরের মাঠের লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। নিচু শটে গোল করেন কেভিন ডি ব্রুইন। চলতি মৌসুমে বেলজিক এই মিডফিল্ডারের যেটি ছিল প্রথম গোল। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি।

দ্বিতীয়ার্ধে এসে সমতা ফেরায় লেস্টার সিটি। ৭৩ মিনিটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার মার্ক আলব্রাইটন। এরপর আর গোল পায়নি কোনো দল। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টিতে এসে কপাল পুড়েছে লেস্টারের। পাঁচ শটের মধ্যে চারটি হতেই জয়োল্লাসে মেতে উঠে ম্যানসিটি। লেস্টার যে টানা তিনটি পেনাল্টি মিস করে বসে! তাতে ৩-১ গোলের জয় নিয়ে শেষ চার নিশ্চিত হয় গার্দিওলার দলের।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।