মালদ্বীপের জালে ১০ গোল বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

উয়েফা অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক ফুটবলে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। শুক্রবার থাইল্যান্ডের বুরিরামের চ্যাং এরিনায় বাংলাদেশের কিশোররা ১০-০ গোলে হারিয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটিকে।

কিশোরদের বিশাল এ জয়ে হ্যাটট্রিক করেছেন হেলাল আহমেদ ও নিহাত জামান উচ্ছ্বাস। হেলাল ১২, ১৫ ও ৩৩ মিনিটে গোল করেছেন। উচ্ছ্বাস গোল করেছেন ৩৯, ৪১ ও ৫৯ মিনিটে।

বাকি চার গোলের দুটি করেছেন রাসেল আহমদে ৪৮ ও ৬৫ মিনিটে এবং আশিকুর রহমান ৭৫ মিনিটে ও মাইনুল ৯১ মিনিটে।

মালদ্বীপকে ১০ গোলে হারিয়ে রানার্সআপ হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। সাইপ্রাস ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের অবস্থান। থাইল্যান্ড ১১-০ গোলে মালদ্বীপকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

উয়েফা আয়োজিত টুর্নামেন্টে এটাই বাংলাদেশের কোনো দলের প্রথম অংশগ্রহন।

আরআই/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।