শেষ ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েই নকআউটে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮

 

 আগেই নকআউট পর্ব নিশ্চিত করায় গ্রুপের শেষ ম্যাচটি ম্যানচেস্টার সিটির জন্য ছিলো নেহায়েত নিয়ম রক্ষার। তবু ছিলো গ্রুপ সেরা হয়ে নকআউটে যাওয়ার তাগিদ। সেজন্য দরকার ছিলো কেবল ড্র।

কিন্তু শুধু ড্র করলেই কি আর হয় পেপ গার্দিওলার শিষ্যদের! হফেনহেইমকে ২-১ গোলে হারিয়েই গ্রুপসেরা হয়েছে ম্যান সিটি। দলের জয়ে দুই গোলই করেছেন লেরয় সানে।

প্রথম লেগে হফেনহেইমের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল সিটিজেনরা। জয়ের তাড়না বজায় থাকে ঘরের মাঠে দ্বিতীয় লেগেও। কিন্তু ম্যাচের ১৬তম মিনিটে তাদের জালে প্রথম গোলটি করে অতিথিরাই।

ফ্রেঞ্চ ডিফেন্ডার এমেরিক লাপোর্ত হফেনহেইমের বেঞ্জামিন হুবেরকে গুরুতর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন ক্রামারিচ।

পিছিয়ে পড়েও দমে যায়নি ম্যান সিটি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখে তারা। কাজের কাজ গোলটিও পেয়ে যায় ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে। পরে ম্যাচের ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন সানে।

এসএএস/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।