এগিয়ে গিয়েও থাইল্যান্ডের সঙ্গে ড্র বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

থাইল্যান্ডে চলমান উয়েফা অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক ফুটবলে স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের বুরিরামের চাং এরিনায় বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

২৪ মিনিটে আশিকুর রহমানের গোলে এগিয়ে যায় বাংলাদেশের কিশোররা। ডান দিক থেকে শাকিলের ক্রস হেডে গোল করেন আশিক; কিন্তু বিরতির বাঁশির কিছুক্ষণ আগে সমতায় ফেরে স্বাগতিকরা। কর্নার থেকে হেডে গোল করেছেন চোন্নাপাথ ভুয়াপান।

বাংলাদেশ প্রথম ম্যাচে ৪-০ গোলে হেরেছিল সাইপ্রাসের কাছে। শুক্রবার শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিরুদ্ধে। উয়েফা আয়োজিত টুর্নামেন্টে এটাই বাংলাদেশের কোনো দলের প্রথম অংশগ্রহণ।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।