নোফেলের কাছেও হারে মোহামেডান!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮

দলটির নাম নোফেল (নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর) স্পোর্টিং ক্লাব। এ তিন জেলার কয়েকজন ক্রীড়া সংগঠক মিলে গত বছর দল গঠন করে নাম লিখিয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ (বিসিএল) লিগে। রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলছে দেশের শীর্ষ ফুটবল আসরে।

ক্লাব টেন্ট নেই, মাঠ নেই, অবকাঠামোও নেই। বলতে গেলে চালচুলাহীন এক দল নোফেল। সেই অখ্যাত ক্লাবটিই কিনা হারিয়ে দিলো দেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নবাগত দলটির কাছে ২-০ গোলে হেরে স্বাধীনতা কাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় সাদা-কালোরা।

এটা মোহামেডান-নোফেল প্রথম সাক্ষাত নয়। ফেডারেশন কাপেও ছিল এক গ্রুপে। মোহামেডান জিতেছিল ২-০ গোলে। এক মাস তিন দিনের ব্যবধানেই মোহামেডানের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলো নতুন দলটি।

উত্তর গ্যালারিতে মোহামেডান সমর্থক ছিল টেনেটুনে একশর মতো। নোফেলকে হারিয়ে কোয়ার্টারের সম্ভাবনা তৈরি করবে সে আশায় তারা বুক বেঁধে ছিল। কিন্তু তাদের দল নোফেলের কাছেও হারে তা দেখেই ফিরতে হয়েছে ঘরে।

ফেডারেশন কাপের প্রথম ম্যাচে নবাগত আরেক দল বসুন্ধরা কিংসের কাছে ৫-২ গোলে হেরেছিল মোহামেডান। স্বাধীনতা কাপে হারলো আরেক নবাগত দলের কাছে। কাগজ-কলমে যে দলটি সবার নিচে। মোহামেডান যেন নিজেদের ছায়া হয়ে যাচ্ছে দিনদিন।

প্রথম ম্যাচে মোহামেডান গোলশূন্য ড্র করেছিল রহমতগঞ্জের সঙ্গে। দুই ম্যাচে তাদের পয়েন্ট মাত্র এক। গ্রুপের শেষ ম্যাচে সাদা-কালোরা মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর। স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে যেতে হলে ওই ম্যাচ জিতলেই হবে না- কিছু সমীকরণ নির্ভর করবে অন্য ম্যাচের উপরও।

নোফেল স্পোর্টিংকে লীড এনে দিয়েছিলেন খন্দকার আশরাফুল ইসলাম ২৮ মিনিটে। বাম দিক দিয়ে ঢুকে গোলমুখে বল ফেলেছিলেন মোহামেডানের সাবেক স্ট্রাইকার গিনির ইসমাইল বাঙ্গুরা। আশরাফুলের প্লেসিং রোখার কোনো সুযোগই পাননি মোহামেডান গোলরক্ষক ইশতিয়াক।

মোহামেডানের পরাজয়টা বড় হয় ইনজুরি সময়ের শেষ মিনিটে। বাড়িয়ে দেয়া ৬ মিনিট শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে ফাঁকা পোস্টে বল পাঠান নোফেলের রোমান।

আরআই/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।