সেমিতে মুখোমুখি সুইজারল্যান্ড-পর্তুগাল, নেদারল্যান্ডস-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ এএম, ০৪ ডিসেম্বর ২০১৮

উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত দাপট দেখিয়ে সেমিতে জায়গা করে নেয়া ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং সুইজারল্যান্ডের মধ্যে হয়ে গেল কে কার বিপক্ষে লড়বেন সেটার ড্র। ড্রতে পর্তুগাল পেয়েছে সুইজারল্যান্ডকে, অন্যদিকে ইংল্যান্ড পেয়েছে শক্তিশালী নেদারল্যান্ডসকে।

জার্মানি-ফ্রান্সের সঙ্গে একই গ্রুপে পড়েও হট ফেবারিটদের টপকে সেমিতে জায়গা করে নেয় নেদারল্যান্ডস। অন্যদিকে ক্রোয়েশিয়া ও স্পেনকে টপকে সেমিতে জায়গা করে নেয় বিশ্বকাপে চতুর্থ হওয়া দলটি।

বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে ধরাশায়ী করে সেমির টিকিট কাটে সুইজারল্যান্ড। অথচ সুইসরা বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল যেখানে বেলজিয়াম হয়েছিল তৃতীয়। অপরদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে টপকে সেমিতে ওঠে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

আগামী বছরের জুন মাসের ৫ তারিখে পর্তুগালের ঘরের মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে এরপরের দিন ডাচদের মাঠে তাদের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুন।

আরআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।