দেখে নিন ইউরো ২০২০ বাছাইপর্বে কে কোন গ্রুপে খেলবে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হয়ে গেল ২০২০ ইউরো কাপের বাছাইপর্বের ড্র। রোববার হওয়া এ ড্রয়ে ইউরোপের ৫৫টি দল ১০টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। ৫টি গ্রুপে লড়বে ৫টি করে দল এবং অন্য পাঁচটি গ্রুপে লড়বে ৬টি করে দল। গ্রুপের শীর্ষ ২ দল সরাসরি খেলবে ইউরো কাপে। প্লে-অব থেকে সুযোগ করে নেবে আরও চারটি দল।

সব ফেবারিটরাই অনেকটা সহজ গ্রুপে পড়েছে। তবে ইতালির গ্রুপটা অন্য যেকোনো গ্রুপের থেকে কঠিন। গ্রুপ ‘এইচ’-এ তাদের প্রতিপক্ষ শক্তিশালী বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া ও ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন গ্রিস। তাছাড়া নেদারল্যান্ডস ও জার্মানিও বাছাইপর্বে একই গ্রুপে জায়গা পেয়েছে।

২০১৯ সালের ২১ মার্চ শুরু হবে বাছাইপর্বের খেলা শুরু হবে। চলবে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত। ১২টি স্টেডিয়ামে হওয়া মূল টুর্নামেন্টের সেমি-ফাইনালসহ ফাইনাল খেলাটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে।

ইউরো ২০২০ বাছাইপর্বের ড্র
গ্রুপ ‘এ’ : ইংল্যান্ড, চেক রিপাবলিক, বুলগেরিয়া, মন্টেনেগ্র, কসোভো
গ্রুপ ‘বি’: পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ
গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, জার্মানি, নর্দার্ন আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ
গ্রুপ ‘ডি’: সুইজারল্যান্ড, ডেনমার্ক, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রাল্টার
গ্রুপ ‘ই’: ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান

গ্রুপ ‘এফ’: স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফরো আইল্যান্ড, মাল্টা
গ্রুপ ‘জি’: পোল্যান্ড, অস্ট্রিয়া, ইসরায়েল, স্লোভেনিয়া, মেসেডোনিয়া, লাটভিয়া
গ্রুপ ‘এইচ’: ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মলদোভা, এন্ডোরা
গ্রুপ ‘আই’: বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখাস্তান, সান ম্যারিনো
গ্রুপ ‘জে’: ইতালি, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আরমেনিয়া, লিচটেন্সটেইন

আরআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।