ফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনী-শেখ জামাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৮

দুই বছর আগে ফেডারেশন কাপ ফুটবলের হ্যাটট্রিক শিরোপার হাতছানি ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সামনে। তাদের সে স্বপ্ন ভেঙ্গে যায় কোয়ার্টার ফাইনালে আরামবাগের কাছে হেরে। গত আসরেও ফাইনালমঞ্চে ওঠা হয়নি তাদের, বিদায় নেয় আবাহনীর কাছে সেমিফাইনালে হেরে। ৩ বারের চ্যাম্পিয়ন দলটির ফাইনালের ওঠার পথে এবারো বাধা সেই আবাহনী।

সাতদিন বিরতি শেষে সোমবার সেমিফাইনাল দিয়ে আবার মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। প্রথম সেমিফাইনালেই মুখোমুখি আবাহনী ও শেখ জামাল। খেলা শুরু হবে বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলাটি সরাসরি সম্প্রচার করতে চ্যানেল নাইন।

ফেডারেশন কাপে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি আবাহনীর। সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন আকাশী-হলুদরা আর দুটি ম্যাচ জিতলেই দুই হ্যাটট্রিক শিরোপা জয়ের নতুন রেকর্ড হবে তাদের। ১০ বারের চ্যাম্পিয়নদের সেই স্বপ্নের পথে বাধা শেখ জামাল, যে দলটি দুই বছর আগে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ঘরে ফিরেছিল।

শেখ জামাল অপরাজিত থেকেই উঠেছে সেমিফাইনালে। গ্রুপ পর্বে তারা নোফেল এসসিকে ২-১ গোলে হারিয়ে পরের দুই ম্যাচ ড্র করে বসুন্ধরা কিংস ও মোহামেডানের সঙ্গে ১-১ গোলে। কোয়ার্টার ফাইনালে তারা সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ২-১ গোলে।

তিন দলের গ্রুপে থাকায় আবাহনী খেলেছে দুই ম্যাচ। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করা আবাহনী দ্বিতীয় ম্যাচে হেরে শেখ রাসেলের কাছে ১-০ গোলে। কোয়ার্টার ফাইনালে আবাহনী ২-১ গোলে হারিয়েছে ২-১ গোলে।

যেভাবে সেমিফাইনালে দুই দল
গ্রুপ পর্ব
আবাহনী-১ : মুক্তিযোদ্ধা-০
আবাহনী-০ : শেখ রাসেল-১

শেখ জামাল-২ : নোফেল-১
শেখ জামাল-১ : বসুন্ধরা কিংস-১
শেখ জামাল-১ : মোহামেডান-১

কোয়ার্টার ফাইনাল
আবাহনী-৩ : আরামবাগ-২
শেখ জামাল-২ : সাইফ স্পোর্টিং-১

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।