ইতালিকে রুখে দিয়ে গ্রুপসেরা পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৮ নভেম্বর ২০১৮

দীর্ঘদিন ধরেই দলের সাথে নেই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া দলের শক্তি অর্ধেক হয়ে যাবে, এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু রোনালদোর অনুপস্থিতিতে দলের বাকি সদস্যরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে লড়ে যাচ্ছেন উয়েফা নেশনস লিগে।

শুধু তাই নয়, রোনালদোকে ছাড়াই নেশনস লিগের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রেখেছে পর্তুগাল। শনিবার রাতে ইতালিকে তাদের ঘরের মাঠেই রুখে দিয়ে গ্রুপসেরার খেতাব জিতে নিয়েছে ফার্নান্দো সান্তোস। নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে জেতা পর্তুগাল, ইতালিতে এসে ড্র করেছে গোলশূন্য ব্যবধানে।

এ ড্র'য়ে পর্তুগালের কৃতিত্বের চেয়ে অবশ্য ইতালির ব্যর্থতাই বেশি। কেননা পুরো ম্যাচজুড়েই অতিথিদের রক্ষণে হামলা দিয়েও কাজের কাজ গোলটি করতে পারেননি ইতালির ফরোয়ার্ডরা। যে কারণে দুই পয়েন্ট খুইয়ে কেবল ড্রয়ের এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পর্তুগালের পয়েন্ট ৭। চার ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ইতালির পয়েন্ট ৫। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগে অবনমন নিশ্চিত হয়ে গেছে পোল্যান্ডের।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।