মার্সেলোর বদলে ব্রাজিলেরই এক তারকাকে চাইছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০২ নভেম্বর ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের রীতিমত দুঃসময় চলছে। দুঃসময় কাটাতে তারা কোচ পরিবর্তন করেছে। এবার দলের অন্যতম ভরসা মার্সেলোকেও ছেড়ে দিতে চাচ্ছে স্পেনের সফলতম ক্লাবটি।

'টুটুস্পোর্টস'-এর এক প্রতিবেদনে এসেছে, মার্সেলোর বদলে জুভেন্টাসের এক তারকাকে চাইছে রিয়াল। না, জুভ শিবির থেকে রোনালদোকে আবার ফেরানোর কোনো পরিকল্পনা নেই তাদের। তবে জুভেন্টাসেরই ব্রাজিলিয়ান লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রোকে নেওয়ার আগ্রহ চারবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের।

marcelo

এখানে মার্সেলোরও ইচ্ছের একটা ব্যাপার আছে। রিয়াল লেফট-ব্যাক নাকি রোনালদোর সঙ্গে আবারও জুটি বাঁধতে চান। এজন্য জুভেন্টাসে যাওয়ার আগ্রহ তারও। এদিকে, অ্যালেক্স সান্দ্রোরও জুভেন্টাসের সঙ্গে নতুন করে চুক্তি করার সম্ভাবনা নেই বললেই চলে।

গুঞ্জন অবশ্য আছে আরও। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি সান্দ্রো দলে পেতে মরিয়া। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ম্যানইউয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই দাবি মনে করছে জুভেন্টাসও।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।