ইনজুরি কাটিয়ে অনুশীলনে মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ এএম, ০১ নভেম্বর ২০১৮

মাত্র ১০ দিনের মাথায় আবারও অনুশীলনে ফিরলেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২০ তারিখে হওয়া ম্যাচে ডান হাতের রেডিয়াল হাড়ে চিঁড় ধরা পড়ে তার। এতে আনুমানিক ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বলে প্রাথমিকভাবে বলা হলেও এর আগেই মাঠে ফিরলেন তিনি।

বুধবার প্রথমে একা কিচ্ছুক্ষণ অনুশীলন করেন। পরবর্তী দলের অন্যান্য খেলোয়াড়ের সঙ্গেও অনুশীলনে যোগ দেন।

ইনজুরি কাটিয়ে ওঠায় চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ৬ নভেম্বরের ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে মেসিকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না সদ্যই এল ক্লাসিকোতে রিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া ক্লাবটির কর্তৃপক্ষ।

এর আগে বুধবার রাতে কোপা দেল রের ম্যাচে লেওনেসার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামবেন বার্সা কোচ ভালভার্দে। মেসিকে ছাড়া ইন্টার এবং রিয়াল মাদ্রিদের মতো বড় দু’দলের বিপক্ষেই জয় পেয়েছে বার্সেলোনা।

আরআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।