মেলিয়াকে এক হালি গোল দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ এএম, ০১ নভেম্বর ২০১৮

দুঃসময়কে পেছনে ফেলে অবশেষে জয়ের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের প্রথম লেগে স্পেনের তৃতীয় বিভাগের দল মেলিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি। ৪-০ গোলের বিশাল ব্যবধানে তাদেরকে হারিয়েছে সোলারি শিষ্যরা। রিয়ালের হয়ে একটি করে গোল করেন অড্রিওজোলা, আসেনসিও, ক্রিস্তো গঞ্জালেজ ও বেনজেমা।

খারাপ পারফরম্যান্সের কারণে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই টালমাটাল অবস্থা রিয়াল শিবিরে। এল ক্লাসিকোতে বাজেভাবে হেরে বহিষ্কার হয়েছেন কোচ হুলেন লোপেতেগুইও। তার অবর্তমানে রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব কাঁধে এসেছে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দল কাস্তিয়ার আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারির। দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই জয় পেলেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে বেনজেমা-আসেনসিওরা। এল ক্লাসিকো খেলা একাদশ থেকে বেনজেমা এবং অধিনায়ক রামোস আজকের ম্যাচেও ছিলেন একাদশে।

ম্যাচের প্রথম গোলটি আসে বেনজেমার পা থেকে। ডি বক্সের ভেতর ডান পাশ থেকে অড্রিওজোলার মাটি কামড়ানো ক্রস আনমার্ক অবস্থায় থাকা বেনজেমা ডান পায়ের শটে সেটিকে গোলে পরিণত করেন। এরপরেও গোলের অনেকগুলো সুযোগ পেয়েছিল রিয়াল কিন্তু আসেনসিও, ভাস্কুয়েজদের গোল মিসের মহড়ায় ব্যবধান আর বাড়েনি। তবে প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে ভিনিসিওয়াসের কাছ থেকে বল পেয়ে বা পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

চোট এড়াতে দ্বিতীয়ার্ধে রামোস এবং বেনজেমাকে মাঠে নামাননি সোলারি। তবুও রিয়ালের জয়রথ রুখতে পারেনি খর্ব শক্তির এই দলটি। ম্যাচের ৭৯ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন অড্রিওজোলা। এবারও বলের জোগানদাতা ভিনিসিওয়াস। সাত হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের সবাইকে স্তব্ধ করে ৯২ মিনিটে রিয়ালের হয়ে সর্বশেষ গোলটি করেন ক্রিস্তো গঞ্জালেজ। ৪-০ ব্যবধানের প্রথম লেগ জয়ে রিয়াল খেলোয়াড়রা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে।

আরআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।