সেমির আগে ফুরফুরে মেজাজে কিশোর ফুটবলাররা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

প্রথম লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের। নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ার কিশোরদের লড়াইয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন চোখ ফাইনালে। ১ নভেম্বর সকালে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল পারভেজ বাবুর শিষ্যরা। নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার। সে ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে অন্য গ্রুপের রানার্সআপ ভারতকে পেয়েছে বাংলাদেশ। ১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে নেপাল খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।

মঙ্গলবার বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। সকালের নাস্তার পর শিষ্যদের হালকা স্ট্রেচিং করিয়েছেন কোচ। বিশ্রামের দিনে খেলোয়াড়দের কাঠমান্ডুর বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরিয়ে এনেছে টিম ম্যানেজমেন্ট। উচ্ছ্বাস, মেহেদী হাসান ও রাজনরা ফুরফুরে মেজাজেই কাটিয়েছেন অনুশীলন বিরতির দিনটি।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।