লা লিগায় আসছে ‘লিও মেসি’ ট্রফি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

স্প্যানিশ ক্লাব ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় ইতোমধ্যে হয়েছেন। গোল কিংবা অ্যাসিস্ট সবদিক দিয়েই অন্য সবার থেকে এগিয়ে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। মেসির মত এমন জীবন্ত কিংবদন্তিকে সম্মান জানিয়ে লা লিগায় ‘লিও মেসি’ নামে একটি পুরস্কার চালুর ইঙ্গিত দিয়েছে লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস।

গোল ডটডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, ‘আপনাকে মেসির ব্যপারটি বিবেচনা করতে হবে। আমার মনে হয়, সে আর কিছুদিনের ভেতরেই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ খেলোয়াড় হিসেবে বিবেচিত হবে, যদি সে ইতোমধ্যেই বিশ্বসেরা হয়েছে।’

মেসির নামে একটি পুরস্কার দেওয়ার ইঙ্গিত করে তেবাস বলেন, ‘তার কোন শেষ নেই। সে সবসময়ে উচ্চ লেভেলে থাকে এবং কখনো হারতে চায় না। ভবিষ্যতের জন্য মেসির নামে ট্রফি চালু করা একটি উত্তম প্রস্তাব। লিগের সেরা খেলোয়াড়টিকে দেওয়া হবে এই ট্রফি এবং যেই ট্রফির নামকরণ হবে ‘লিও মেসি ট্রফি’।

লা লিগার প্রেসিডেন্ট তেবাস আরো জানান, ইতোমধ্যে লা লিগার সেরা গোলদাতাকে তেলমো জারা ট্রফি দেওয়া হচ্ছে, ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হবে লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে মেসি অবসর না নেওয়া পর্যন্ত এমন পুরস্কার প্রদান করার সম্ভাবনা খুবই ক্ষীণ।

আরআর/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।