দক্ষিণ কোরিয়ার কাছে ৭ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

শোচনীয় হারে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ প্রথমার্ধে পিছিয়েছিল ৩-০ গোলে।

ম্যাচ শুরুর ২২ মিনিটের মধ্যেই দক্ষিণ কোরিয়া ৩ গোলে এগিয়ে যায়। তবে পরের ৪৬ মিনিট দক্ষিণ কোরিয়াকে আটকে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। যদিও ৬৮ মিনিটে চতুর্থ গোল খাওয়ার পর আবার বাংলাদেশের সব প্রতিরোধ ভেঙ্গে যায় বালুর বাধের মতো। ৭২ মিনিটে, ৮১ মিনিটে ও ইনজুরি সময়ে আরো তিন গোল করে দক্ষিণ কোরিয়া জয়ের ব্যবধান ৭-০ করে মাঠ ছাড়ে।

কোরিয়ান মেয়েরা এগিয়ে যায় ম্যাচের অষ্টম মিনিটে। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ চাইনিজ তাইপের বিরুদ্ধে শুক্রবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। বাছাই পর্বে বাংলাদেশ খেলছে ‘ডি’ গ্রুপে। গ্রুপের অন্য প্রতিপক্ষ স্বাগতিক তাজিকিস্তান।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।