ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রোনালদোর অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ২১ অক্টোবর ২০১৮

বর্তমান যুগের সেরা ফুটবলার কে, সেই বিতর্ক না হয় পেছনেই রাখা হলো। একটি জায়গায় কিন্তু সবার উপরে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের সেরা পাঁচ লিগে ৪০০ গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ যুবরাজ।

ম্যাচের ১৮ মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। তারপরও অবশ্য জেনোয়ার কাছে হোঁচট খেয়েছে জুভরা। ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

চলতি সিরিআ'তে জুভেন্টাসের হয়ে পঞ্চম গোলের দেখা পেয়েছেন রোনালদো। এর আগে, তিনি ৮৪টি গোল করেছেন প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির পক্ষে। আর পর্তুগিজ যুবরাজের সবচেয়ে বেশি গোল লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে, ৩১১টি। সবমিলিয়ে হলো ৪০০ গোল।

প্রসঙ্গত, রোনালদো গত জুলাইয়ে ৮৮ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে যোগ দেন জুভেন্টাসে। তাতে রিয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্কচ্ছেদ হয় পর্তুগিজ ফরোয়ার্ডের।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।