ফুটবলার হিসেবেই পরিচিতি চান বজ্রমানব বোল্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

স্প্রিন্টার হিসেবে তার পরিচিতি বিশ্বজুড়ে। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট এখন পরিচিতি চান ফুটবলার হিসেবে। পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে ট্রায়াল দিয়ে যাচ্ছেন, শুক্রবার অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে জোড়া গোল করে নতুনভাবে এসেছেন লাইমলাইটে।

ম্যাকারথার সাউথ ওয়েস্টের বিপক্ষে প্রীতি ম্যাচে বোল্টের জোড়া গোলে ভর করে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে মেরিনার্স। এই ম্যাচের পরই জ্যামাইকান বজ্রমানবকে নিয়ে নতুন করে কথা উঠছে, তবে কি পেশাদার ফুটবলার হওয়ার দ্বারপ্রান্তে চলে এলেন?

বোল্ট অবশ্য এখনই নিজেকে পেশাদারি ফুটবলার ভাবতে চাইছেন না। দলের হয়ে ট্রায়ালে আছেন, এখনও চুক্তি হয়নি। স্প্রিন্ট ইতিহাসের সেরা এই দৌড়বিদ বলেন, ‘চুক্তির আগ পর্যন্ত আমি এটা বলতে পারি না। যখন আমরা ক্লাবের সঙ্গে বসব, বসে আলোচনা করব, তারপর বোঝা যাবে আমরা এগিয়ে যেতে চাই কি না। বোঝা যাবে আমাকে কি করতে হবে, আমরা কি করতে পারি।’

তবে জোড়া গোল পাওয়ার পর তিনি নিজেকে ফুটবলার হিসেবে ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বোল্টের ভাষায়, ‘আমি এই মুহূর্তে একটি ধাপ এগিয়েছি। আমি এখানে এসেছি বিশ্বকে দেখিয়ে দিতে যে, আমি একজন ফুটবলার হতে পারি। আমি সেই চেষ্টা করছি, দেখা যাক কতদূর যেতে পারি। মেরিনার্স আমাকে যে সুযোগ দিয়েছে, আমি সেটা কাজে লাগাতে চাইছি। বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করতে চাইছি। ধাপে ধাপে এগোতে পারাটাই আমার জন্য রোমাঞ্চকর।’

অভিষেক গোলের পর আন্তর্জাতিকভাবে দৃষ্টি কাড়লেও মেরিনার্স ক্লাবের প্রধান নির্বাহী শন মিলেকাম্প এখনই বড় সিদ্ধান্ত নিতে নারাজ। তিনি বজ্রমানব বোল্ট বলেই তাকে নিয়ে আলাদা করে ভাবার কিছু আছে বলে মনে করেন না মিলেকাম্প, ‘আমরা উসাইনকে আর দশজন ট্রায়ালিস্টের মতোই দেখছি। তিনি আমাদের সঙ্গে কঠোর অনুশীলন করছে। আজ রাতে (শুক্রবার) তার দুর্বলতা দেখা গেছে, দেখা গেছে শক্তিমত্তাও। তিনি দুটি গোল পেয়েছেন, কৃতিত্ব দিতেই হবে। তবে এখনই কিছু বলা একটু বাড়াবাড়ি হবে।’

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।