ইতালিকে রুখে দিল ইউক্রেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০১৮

দল নিয়ে আরও একবার পরীক্ষা-নিরীক্ষা করল ইতালি। প্রথমার্ধ খেললও দুর্দান্ত। কিন্তু দিন শেষে ঘরের মাঠে ড্র নিয়েই ফিরতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বুধবার রাতে প্রীতি ম্যাচে তাদের ১-১ গোলে রুখে দিয়েছে ইউক্রেন।

ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে হারের পর এই ম্যাচের একাদশে আটটি পরিবর্তন আনেন কোচ রবার্তো মানচিনি। আক্রমণভাগের তিন খেলোয়াড়-ফেদেরিকো বার্নাদেসচি, লোরেনজো ইনসাইন আর ফেদেরিকো চিয়েসা বেশ ভালো খেলেছেন। কমপক্ষে আধা ডজন সুযোগ তৈরি করেছেন তারা। কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের গোলরক্ষক অ্যান্দ্রি পায়াতোভ।

অবশেষে ৫৫ মিনিটে গোলের দেখা পায় ইতালি। বার্নাদেসচির নিচু শটটিও প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন ইউক্রেন গোলরক্ষক। তার হাতে লেগে বল ঢুকে যায় জালে।

ইউক্রেনও সমতায় ফিরতে সময় নেয়নি। সাত মিনিট পরই গোল শোধ করে দেন রাসলান মালিনভস্কি। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারামা বলটি দেখতেই দেরি করে বসেন। এরপর আরেকটি গোল পেতে পারতো ইউক্রেন, যদি না মালিনভস্কির ফ্রি-কিক বারে লেগে যেতো।

ম্যাচটি ৪৩ মিনিটের সময় এক মিনিটের জন্য বন্ধ ছিল। ১৪ আগস্ট শহরে মোটরওয়ে সেতু ধ্বসে ৪৩ জন নিহতের সম্মানে এই এক মিনিট নীরবতা পালন করা হয়।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।