২০২২ বিশ্বকাপ জিততে পারে মেসি : সাবেক কোচ সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১০ অক্টোবর ২০১৮

লিওনেল মেসি কি আর্জেন্টিনা দলে ফিরবেন? এখনও সেটিই নিশ্চিত নয়। জাতীয় দলে ব্যর্থতার অতল গহ্ববরে ডুবতে ডুবতে যেন হাল ছেড়ে দিয়েছেন বার্সেলোনা সুপারস্টার। আপাতত নির্বাসনে আছেন। এই মেসির পক্ষে কি আর আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতা সম্ভব? দলটির সাবেক কোচ হোর্হে সাম্পাওলি বলছেন, অবশ্যই এবং সেটা হতে পারে ২০২২ বিশ্বকাপেই।

কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ, জাতীয় দলে ব্যর্থতা যেন মেসির নিত্য সঙ্গী। যে তারকার বার্সেলোনার হয়ে অর্জনের কিছু বাকি নেই, তিনিই আর্জেন্টিনায় বড্ড ফ্যাকাশে, সমালোচনার পাত্র। বারবার সমালোচনায় বিদ্ধ হওয়া মেসিকে আর জাতীয় দলে না ফেরারই পরামর্শ দিয়েছেন দলটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

তবে সাবেক কোচ সাম্পাওলি মনে করেন, কাতার বিশ্বকাপেও খেলা উচিত মেসির। শুধু খেলা নয়, মেসি ওই বিশ্বকাপটি জিততেও পারেন, এমনটাই বিশ্বাস তার, ‘অবশ্যই, সে জিততে পারে। তবে এর জন্য একটা প্রক্রিয়া দরকার। এখন থেকে কি ঘটছে সেটাও একটা ব্যাপার। এই প্রক্রিয়াটা ভাঙা উচিত নয়। বরং সংশোধন করা যায়। আগামী বিশ্বকাপ বা কোপা আমেরিকায় তাদের একতাবদ্ধ থাকতে হবে। অনেক আত্মবিশ্বাস রাখতে হবে এবং জানতে হবে কি প্রক্রিয়ায় এগোনো দরকার। যদি কোপা আমেরিকা না-ও জেতে, তবু প্রক্রিয়াটা ভাঙা উচিত হবে না।’

হারলেই সব কিছু ভেঙে চুরে নতুন করে সাজাতে হবে, এমন মনোভাবের বিরোধী সাম্পাওলি। তিনি মনে করেন, পারার বিশ্বাস থাকাটাই বড় ব্যাপার, ‘বড় একটা পাগলামি আছে, যদি আপনি না জেতেন, তবে আপনি পরাজিত। ব্যাপারটা এমন নয়। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, তবে সেটা সম্ভব। হয়তো দেরিতে। কিন্তু আপনার মধ্যে বিশ্বাসটা থাকতে হবে।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।