চ্যাম্পিয়ন মেয়েদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববারের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই জয় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে এবং দেশের ফুটবলকে এগিয়ে নেবে।
তিনি দলের সব খোলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আশা করেন অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল ভবিষ্যতে জয়ের এই ধারা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক অভিনন্দন বার্তায় নারী ফুটবল দলের খোলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আশা করেন, এই দল ভবিষ্যতে জয়ের এই ধারা অব্যাহত রাখবে।
শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও।
জেএইচ