নেপালকে হারিয়ে সেমিতে ভুটানকে পেলো বাংলাদেশ
দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। বাংলাদেশ আর নেপালের লড়াইটি ছিল গ্রুপসেরা হওয়ার। মঙ্গলবার সে লড়াইয়ে ২-১ গোলে জিতে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে পেলো ভুটানকে। ৫ অক্টোবর ফাইনালের ওঠার লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল।
বাংলাদেশ প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি। বরং শেষ দিকে এক গোল খেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ১৬ মিনিটে সিরাত জাহান স্বপ্না গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কৃষ্ণা রানী সরকার।
৪২ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেলেও গোল করতে পারেননি শামসুন্নাহার। তার নেয়া পেনাল্টি শট চলে যায় পোস্ট ঘেঁষে। ৯২ মিনিটে ব্যবধান কমান নেপালের রেশমি কুমারী।
আরআই/এসএএস/এমএস