উচ্ছ্বাসে ভাসছেন না বাংলাদেশের ফুটবলাররা

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা সিলেট থেকে
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০২ অক্টোবর ২০১৮

প্রথম লক্ষ্য সেমিফাইনাল। তা পূরণ হতে আরো অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে। সোমবার উদ্বোধনী ম্যাচে লাওসকে হারিয়ে বাংলাদেশ সেমির পথে অনেক দূর এগিয়ে গেছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্ব টপকানোর হিসেব মিলে যেতে পারে বুধবার ফিলিপাইন-লাওস ম্যাচের ফলাফলেই। হয়তো নাও মিলতে পারে। ফিলিপাইনের বিরুদ্ধে লাওস না জিতলেই চুকে যাবে সব হিসেব- বাংলাদেশ ও ফিলিপাইন দুই দলই উঠে যাবে শেষ চারে।

সমীকরণ মেলানোর ভাগ্যটা বাংলাদেশকে কমই ফেভার করে। গত মাসে শেষ হওয়া সাফ সুজুকি কাপ তার তরতাজা উদাহরণ। গ্রুপ পর্বে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ উঠতে পারেনি সেমিফাইনালে, এক পয়েন্ট পাওয়া মালদ্বীপ চ্যাম্পিয়ন। সাফের প্রসঙ্গ উঠলে এখনো বাংলাদেশ দলের অনেকের দীর্ঘশ্বাস ‘আমাদের ভাগ্যই খারাপ।’ সাফের হতাশার বিদায়ের পর ফুটবলাররা এখন দৃঢ় প্রতিজ্ঞ বঙ্গবন্ধু গোল্ডকাপে ভালো কিছু করার। শুরুটা প্রত্যাশামতোই হয়েছে। তাই বলে তারা আত্মতৃপ্তিতে ভুগছেন না।

জাতির জনকের নামের টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসর নানা কারণে ব্যতিক্রম। মানের দিক দিয়ে আগের চার আসর ছাড়িয়ে গেছে এবার। এই প্রথম খেলা হচ্ছে ৩ ভেন্যুতে। চারদিকের সাজসাজ রব। এরই মাঝে সোমবার বাড়তি রঙ লেগেছে জামাল ভুঁইয়াদের জয়ে। সাফের হতাশা কাটিয়ে বাংলাদেশ ফুটবল দল দাঁড়িয়ে নতুন দিগন্তের সামনে।

লাওসের বিপক্ষে ম্যাচটির উপরই বেশি জোর দিয়েছিল বাংলাদেশ। গত মার্চে এ দলটির বিরুদ্ধে তাদের মাটিতে ২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করে হোটেলে ফিরেছিল বাংলাদেশ। সেই দলটিকে ঘরের মাঠে হারানোর প্রতিজ্ঞা ছিল জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ আর সুফিলদের। কোচ জেমি ডে’ও বারবার বলেছিলেন লাওসকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে সেমিফাইনালের পথ মসৃণ হবে তাদের। শুরুটা প্রত্যাশা মতোই হয়েছে লাল-সবুজদের।

সিলেট উপশহরের টিম হোটেলে লাওসবধের নায়ক বিপলু আহমেদ, মাঝ মাঠের কৃতি ফুটবলার মাসুক মিয়া জনি ও আক্রমণভাগে অনেকদিন পর ভালো খেলা নাবীব নেওয়াজ জীবনদের পাওয়া গেলো বেশ চনমনে। জয়ের পর কেমন কাটলো রাত? কোনো উৎসব? জানতে চাইলেই মাসুক মিয়া জনির উত্তর ‘না না, আমাদের লক্ষ্য এখনো পুরণ হয়নি। শুরুটা জয় দিয়ে করার ইচ্ছে ছিলো, পূরণ হয়েছে। আমাদের আগে সেমিফাইনাল নিশ্চিত করতে হবে।’

একই কথা বিপলু আহমেদেরও আমাদের আরো ম্যাচ আছে। প্রথম লক্ষ্য সেমিফাইনালে ওঠা। ওই লক্ষ্য পূরণেই এখন আমাদের বেশি মনসংযোগ। আমরা জয় দিয়ে শুরু করেছি, সামনের ম্যাচগুলোও জিততে চাই।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।