লাওসকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা সিলেট থেকে
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০১ অক্টোবর ২০১৮

লাওসকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ।

শুরু থেকে বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেললেও গোল আদায় করতে পারছিল না কিছুতে। আক্রমণভাগের দুই খেলোয়াড় নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল একের পর এক সহজ সুযোগগুলো নষ্ট করায় হতাশ হয়ে উঠছিল সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারির প্রায় ২৫ হাজার দর্শক।

একের পর এক সুযোগ নষ্ট হওয়ার পর প্রত্যাশিত গোল আসে ৫৯ মিনিটে। জীবনের বাঁকানো শট গোলরক্ষক শট ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন সুফিল। এবারও লাওসের গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে বল পোস্টের সামনেই পড়ে। বিপলুর শটে লাওসের গোলরক্ষকের পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

বাংলাদেশ এগিয়ে যেতে পারত ১১ মিনিটেই। ডিফেন্ডার ওয়ালি ফয়সালের লম্বা পাস ধরে বাম দিক দিয়ে ঢুকে শট নিয়েছিলেন নাবীব নেওয়াজ জীবন। বল ক্রসবারে বাতাস দিয়ে বাইরে গেলে রক্ষা পায় লাওস।

২৩ মিনিটে জীবনের ক্রসে ফাঁকায় দাঁড়িয়েও বল-মাথার সংযোগ ঘটাতে পারেননি রবিউল হাসান। ২৫ মিনিটে বক্সে গোলরক্ষককে একা পেয়েও শরীরের সব শক্তি প্রয়োগ করে বল বাইরে মারেন মাহবুবুর রহমান সুফিল।

৩৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে লাওসের বউনকংয়ের শট ডান দিকে ঝাপিয়ে লুফে নেন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

৪৭ মিনিটে সুফিল আবার সহজ মিস করেন। বক্সের সামনে থেকে তিনি বল মারেই বাইরে। ৪৯ মিনিটে লাওসের সামনে সুযোগ এসেছিল। ডান দিক দিয়ে দ্রুত গতিতে ঢুকে নাথফাসুক শট নিলে ক্রসবারে বাতাস দিয়ে বাইরে চলে যায়।

বাংলাদেশ একাদশ : আশরাফুল ইসলাম রানা, ওয়ালি ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিপলু আহমেদ (মামুনুল ইসলাম), জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, রবিউল হাসান (জাফর ইকবাল), মাহবুবুর রহমান সুফিল (ইব্রাহিম) ও নাবীব নেওয়াজ জীবন।

আরআই/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।