নেপালের বিরুদ্ধে গ্রুপসেরা হওয়ার লড়াই স্বপ্না-মারজিয়াদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০১ অক্টোবর ২০১৮

পাকিস্তানের জালে ১৭ গোল দেয়া বাংলাদেশের মেয়েদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রবিবার পাকিস্তানের মেয়েদের কাঁদিয়ে ছাড়া স্বপ্না-মারজিয়াদের এবার গ্রুপসেরা হওয়ার লড়াই। মঙ্গলবার সে লড়াইয়ের প্রতিপক্ষ নেপাল। হিমালয়ের দেশটিও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়ে নাম লিখিয়েছে সেমিফাইনালে।

বাংলাদেশ ও নেপালের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। পকিস্তানের বিরুদ্ধে বেশি গোল দেয়ায় বাংলাদেশের মেয়েরা একটু সুবিধাজনক অবস্থানে আছে। গ্রুপসেরা হতে বাংলাদেশের প্রয়োজন ড্র, নেপালকে জিততেই হবে।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ও নেপালের কোনো পরীক্ষাই হয়নি। দুই দেশই ম্যাচ জিতেছে এক তরফা খেলে। বাংলাদেশ-নেপালের ম্যাচটি দুই দলের জন্যই পরীক্ষা। এ ম্যাচের ফল নির্ধারণ করবে সেমিফাইনালে ভারতের সামনে পড়বে কোন দল। গত আগস্টে এই স্টেডিয়ামে হওয়া সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতা ভারতও সেমিফাইনালে উঠেছে ‘এ’ গ্রুপ থেকে। সোমবার তারা মাঠে নামবে মালদ্বীপের বিরুদ্ধে। বড় ব্যবধানে জিতলে তারা হবে গ্রুপচ্যাম্পিয়ন।

গত আগস্টে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফি থিম্পুতে ট্রফি হারিয়ে এসেছে বাংলাদেশের মেয়েরা। এবার তা পুষিয়ে নিতে অনূর্ধ্ব-১৮ সাফের শিরোপা জয়ের প্রতিজ্ঞা বাংলাদেশের মেয়েদের। শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশের মেয়েরা এখন উজ্জীবিত। নেপালকে হারিয়ে গ্রপসেরা হতে চান সিরাত জাহান স্বপ্না ও মারজিয়ারা।

কোচ গোলাম রব্বানী ছোটনের সব মনোসংযোগ এখন নেপালের ম্যাচ নিয়ে। হিমালয়ের দেশটি যেহেতু প্রথম ম্যাচ বিশাল ব্যবধানে জিতেছে তাই তাদের শক্ত প্রতিপক্ষ ধরেই মাঠে নামর কথা বলেছেন ‘নেপাল বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। আমরা বেশি গোলে জেতায় ড্র করলেই চলবে। তাই বলে আমরা ড্রয়ের জন্য নামবো না, আমাদের লক্ষ্য জয়। মেয়েদের ওপর আমার আস্থা আছে। পাকিস্তানের যেভাবে খেলেছে নেপালের বিরুদ্ধেও সেভাবে খেলবে মেয়েরা।’

সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় কোচ ছোটন নেপালের বরুদ্ধে ম্যাচ তার বেঞ্চের খেলোয়াড়দেরও ঝালিয়ে নিতে পারেন। ‘এ ম্যাচের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। মারিয়া মান্ডা ও মনিকা চাকমাকে একাদশে রাখার কথা ভাবছি’-বলেন গোলাম রব্বানী ছোটন।

আরআই/এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।