এ সপ্তাহেই বরখাস্ত হচ্ছেন মরিনহো!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ৩-১ গোলে পরাজয়ের ক্ষত শুকানোর আগেই বরখাস্ত হওয়ার গুঞ্জন তৈরি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর। দলের খেলোয়াড়রাই নাকি আর চাচ্ছেন না তাকে কোচ হিসেবে দেখতে। তারাই নাকি ম্যানইউ পরিচালনা পর্ষদের কাছে অনুরোধ জানিয়েছে, বিকল্প চিন্তা করতে। ফলে গুঞ্জন উঠেছে, এই সপ্তাহেই বরখাস্ত হতে পারেন হোসে মরিনহো। ইংল্যান্ডের প্রতিটি মিডিয়াই গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে এই নিউজ।

একের পর এক হার একটা দলকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, তা ম্যানচেস্টার ইউনাইটেডকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতো না। লিগ কাপের তৃতীয় রাউন্ডে ডার্বি কাউন্টির মত দলের কাছে হারের আগে উলভসের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল ম্যানইউ। এবার হারলো ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে। শুধু তাই নয়, দলের খেলোয়াড় পল পগবার সঙ্গে প্রতিনিয়ত ঝামেলায় জড়াচ্ছেন তিনি।

ওয়েস্ট হ্যামের কাছে ৩-১ গোলে হারের পর অবশ্য সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে তুলছেন ম্যানইউ সমর্থকরা। ইতিহাসে জঘন্যতম মৌসুম সূচনার পর ম্যানইউ সমর্থকরা ইভেন্ট পর্যন্ত খুলে মরিনহোর পদত্যাগ দাবি করছেন। কিংবা তারা কর্তৃপক্ষকে বলছেন, অবিলম্বে এই পর্তুগিজ কোচকে বরখাস্ত করা হোক। জেসমিন উইলসন নামে একজন লিখেছেন, ‘ডেভিড ময়েসের যুগটা বুঝি আবার ফিরে এলো। ম্যানইউ ফুটবলারের মধ্যে তো লড়াই করার কোনো মানসিকতাই দেখছি না।’

পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা মনে করছেন, ওল্ড ট্র্যাফোর্ডে হোসে মরিনহোর সম্ভবত আর ভবিষ্যৎ নেই। এই সপ্তাহের মধ্যেই তাকে বরখাস্ত করতে বাধ্য হচ্ছেন ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। এরই মধ্যে অনেকে আবার জিনেদিন জিদানের কোচ হওয়ার সম্ভাবনার কথা বলছেন। কিছুদিন আগেই জিদান এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন। যদিও, ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। কিন্তু অনেকেই মনে করছেন, মরিনহোকে বরখাস্ত করে জিদানকেই আনা হতে পারে ম্যানইউর দায়িত্বে।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।