বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের রাত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

লা লিগা তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই ক্লাব একই দিনে একই পরিণতি দেখল। বুধবার দুই দলই হেরেছে দুর্বল প্রতিপক্ষের কাছে। ২০১৫ সালের পর প্রথমবারের মতো একই দিনে হার দেখল তারা।

লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা ২-১ গোলে হেরেছে তালিকার তলানিতে থাকা দল লেগানেসের কাছে। তার চেয়েও বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাবটি সেভিয়ার কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে, হেরেছে ৩-০ গোলের বড় ব্যবধানে।

অথচ ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন ব্রাজিলের ফিলিপ কৌতিনহো।

দ্বিতীয়ার্ধের দারুণভাবে লড়াইয়ে ফেরে লেগানেস। শুরুতেই জোড়া ধাক্কা খেয়ে বসে বার্সা। ম্যাচের ৫২ মিনিটে সিলভার বাড়ানো বল থেকে হেডে জাল কাঁপান মরক্কোর মিডফিল্ডার নাবিল এল ঝার। পরের মিনিটে আরও এক গোল। এবার বার্সার রক্ষণের ভুলকে কাজে লগিয়ে গোল করেন টের-স্টেগেন।

রিয়াল মাদ্রিদ হেরেছে সেভিয়ার মাঠে। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। হেসুস নাভাসের পাস ডি-বক্সে পেয়ে গোল করেন আন্দ্রে সিলভা। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনিই।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই আরেক গোল হজম করে বসে রিয়াল। ম্যাচের ৩৯ মিনিটে ভাসকেসের পাস থেকে বল পেয়ে জোড়ালো শটে গোল করেন উইসাম বেন উয়েদার।

দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে সেভিয়া।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।