থিম্পুতে পৌঁছালেন কৃষ্ণা-মারিয়া-মৌসুমীরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

দক্ষিণ এশিয়ার আরেকটি ফুটবল টুর্নামেন্ট খেলতে ভুটান গেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার দুপুরে কোচ গোলাম রব্বানী ছোটনের দল পা রাখে থিম্পুর পারো আন্তর্জাতিক বিমান বন্দরে।

এবারের টুর্নামেন্টের নাম সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। ভুটানের রাজধানী থিম্পুতে শুক্রবার শুরু হবে ৬ দেশের এ টুর্নামেন্ট। প্রথমে ৭ দেশ থাকলেও কিছুদিন আগে নাম প্রত্যাহার করে নেয় শ্রীলংকা।

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে নতুন টুর্নামেন্ট। গত আগস্টে এই থিম্পুতেই বাংলাদেশের মেয়েরা খেলে এসেছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। তিন মাসের মধ্যে পাহাড়ী দেশটিতে আরেকটি মিশন শুরু হচ্ছে বাংলাদেশের নারী ফুটবলারদের।

টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ৬ দেশ। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে নেপাল ও পকিস্তানের সঙ্গে। ‘এ’ গ্রুপের দল ভারত, ভুটান ও মালদ্বীপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ নেপালের বিরুদ্ধে ২ অক্টোবর।

আরআই/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।