আসাম জয় করেই ফিরছে সাইফ স্পোর্টিং ক্লাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

প্রাক-মৌসুম প্রস্তুতিটা ভালোই হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের। ঘরোয়া ফুটবলের নতুন এ দলটি এবার মৌসুম শুরুর আগে জিতে নিলো একটি আন্তর্জাতিক ট্রফি। আসামের বদৌসা আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ওঠা দলটি।

রোববার আসামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে ভারতীয় দল জামসেদপুর ফুটবল ক্লাবকে। সাইফ স্পোর্টিং জিতেছে দুই বিদেশির গোলে। রাশিয়ান ডেনিশ ২১ মিনিটে গোল করে এগিয়ে দেন সাইফকে। ৮৫ মিনিটে দ্বিতীয় গোল করেছেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার সেগুইল পার্ক।

টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাবটি খেলে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দুলিয়াজানকে ৪-০ গোলে হারিয়েছিল সাইফ। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন দক্ষিণ কোরিয়ার পর্ক। একটি করে গোল ছিল ইয়াসিন ও করডোবা।

সেমিফাইনালে সাইফের প্রতিপক্ষ ছিল গোকুলাম কেরাল এএফসি। করডোবার গোলে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।