রোমাকে উড়িয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। তাতে কি! চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবেই শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাব রোমাকে তারা উড়িয়ে দিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে।

ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে রিয়াল। উপর্যুপরি আক্রমণের পর প্রথমার্ধের শেষ সময়ে এসে গোলের দেখা পায় হুলেন লোপেতেগুইয়ের দল। ম্যাচের ৪৫তম মিনিটে রোমার ড্যানিয়েল ডি রোজি ফাউল করে হলুদ কার্ড দেখেন, ফ্রি-কিক পায় রিয়াল। সেখান থেকে রোমার রক্ষণ দেয়াল ভেদ করে দারুণ এক গোল করেন ইসকো (১-০)।

৫৮তম মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান গ্যারেথ বেল। কোনাকুনি শটে বলটি জালে জড়িয়ে দেন দুর্দান্ত ছন্দে থাকা ওয়েলস ফরোয়ার্ড। রিয়াল এগিয়ে যায় ২-০তে।

জয়টা নিশ্চিতই ছিল। অতিরিক্ত সময়ে এসে রোমার দুঃখ আরও বাড়ান বেলের বদলি হিসেবে নামা মারিয়ানো। মার্সেলোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই জোড়ালো এক শটে জাল কাঁপান স্প্যানিশ ফরোয়ার্ড (৩-০)।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।