মোহামেডানে ইংলিশ কোচ ক্রিস্টোফার ইভান্স

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

ঘরোয়া ফুটবল মৌসুম সামনে রেখে একজন বিদেশি কোচ খুঁজছিল দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। অবশেষে সাদা-কালোরা উড়িয়ে এনেছে ক্রিস্টোফার কলিন্স জন ইভান্স নামের এক ইংলিশ কোচ। মঙ্গলবার নতুন কোচকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিডেটের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া।

এখনো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারা মোহামেডান এবার অভিজ্ঞ ও নবীণের সমন্বয়ে লড়াকু দল গড়ে তুলে দিচ্ছে এই ইংলিশ কোচের হাতে। এই কোচ উয়েফা ‘এ’ লাইসেন্সের জন্য আবেদন করেছেন। নিজ দেশের রেঞ্জার্স পার্কে যুব উন্নয়ন কেন্দ্র আছে, যেখানে উদীয়মান ফুটবলারদের ট্রায়াল নিয়ে চেলসি একাডেমিতে পাঠানো হয়। ক্রিস্টোফার সেখানে স্কাউট হিসেবে কাজ করেছেন।

ভারতের আহমেদাবাদে তৃণমূল পর্যায়ে কিছুদিন কাজ করেছেন। প্রধান কোচ হিসেবে মোহামেডানেই অভিষেক হবে তার। নতুন কোচকে পরিচয় করিয়ে দেয়ার পর মোহমেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া বলেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করছি ভালো দল করার। আমরা তারকা নির্ভর দল গড়েও চ্যাম্পিয়ন হতে পারিনি। লিগের জন্য মাস সময় পাবো, বিদেশি কোচ দিয়ে এর মধ্যে দলটা তৈরি করতে চাই।’

জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এমিলি, মিঠুন. লিঙ্কন, মিশু, শরিফ, কোমল, মিন্টু শেখ মানিক, তকলিচের সঙ্গে তরুণ কাওসার রাব্বী, আনিসরা এবার সাদা-কালো শিবিরে। মোহামেডান গত লিগে পঞ্চম হয়েছিল, এবার যতটা সম্ভব ভালো করতে চান নতুন কোচ ক্রিস্টোফার। তিনি বলেন, ‘জেনেছি মোহামেডান ঐতিহ্যবাহী দল। গত লিগে তারা পাঁচ নম্বরে ছিল। এবার আরেকটু উপরে ওঠানোর চেষ্টা করব।’

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।