মালদ্বীপ-নেপাল ম্যাচে বজ্রপাতের হানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

সেমিফাইনাল শুরুর আগে থেকেই চোখ রাঙাচ্ছিল মেঘ। মালদ্বীপ ও নেপালের ম্যাচ শুরুর সময়ে পড়ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবে তা বাড়তে বেশি সময় নেয়নি। বৃষ্টি বাড়ার সাথে বজ্রপাত শুরু হলে শ্রীলঙ্কান রেফারি দিলান পেরেরা খেলা বন্ধ করে দেন।

২৮ মিনিটে খেলা বন্ধের পর দুই দলের খেলোয়াড়রা টেন্টেই অবস্থান করছিলেন। কিন্তু পরপর কয়েকবার প্রচন্ড শব্দে বজ্রপাত হলে সবাই দৌঁড়ে ড্রেসিং রুমে চলে যান।

প্রায় ২০ মিনিট পর দুই দলের খেলোয়াড়রা মাঠে ফিরে আসেন। ৩২ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা।

দ্বাদশ সাফ সুজুকি কাপের প্রথম সেমিফাইনাল বন্ধ হওয়ার সময় ১-০ গোলে এগিয়ে ছিল মালদ্বীপ। ৯ মিনিটে মালদ্বীপকে এগিয়ে দেন আকরাম আবদুল ঘানি। ডান দিকে পাওয়া ফ্রি-কিক থেকে গোল করেন মালদ্বীপের অধিনায়ক।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।