আবার ইতালি দল থেকে বাদ ‘ব্যাডবয়’ বালোতেল্লি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

ফুটবলের 'ব্যাডবয়' হিসেবে পরিচিতি তার। তবে এবার কোনো কাণ্ড ঘটিয়ে নয়, অফফর্মের কারণে ইতালির জাতীয় দল থেকে বাদ পড়লেন মারিও বালোতেল্লি।

শুক্রবার পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে বালোতেল্লির পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। সেই সমালোচনার জেরেই এবার বাদ পড়লেন নাইসের এই স্ট্রাইকার। উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে ম্যাচের জন্য বেঞ্চেও রাখা হয়নি তাকে।

এস্তাদিও ডি লুজে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে সোমবারের ম্যাচে জন্য ২৩ সদস্যের যে দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মানচিনি, তাতে নেই বালোতেল্লির নাম।

এর আগে প্রতিপক্ষ পোল্যান্ডের সাবেক ফরোয়ার্ড এবং বর্তমানে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জবিগনিউ বনিয়েগও ২৮ বছর বয়সী বালোতেল্লির ফিটনেস নিয়ে সমালোচনা করেন।

নতুন কোচ মানচিনি দায়িত্ব নেয়ার পর গত মে মাসে বালোতেল্লিকে দলে ডাকেন। ২০১৪ বিশ্বকাপের পর সেটাই ছিল তার প্রথম সুযোগ। ওই বিশ্বকাপে বাজে আচরণের জন্য সিনিয়র কয়েকজন খেলোয়াড় সমালোচনা করেছিলেন এই স্ট্রাইকারের।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।