গ্যালারিতে দুয়োধ্বনি আর বোতলবৃষ্টি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

সময় গড়াচ্ছে আর হতাশা বাড়ছে দর্শকদের মধ্যে। ধৈর্যও হারাচ্ছে তারা। হাতে সময় নেই। বড়জোর মিনিট দশেক খেলা বাকি। স্কোর অপরিবর্তিত। তিলধারণের ঠাঁই ছিল না যে গ্যালারিতে। এখন সেখানে দৃশ্যমান হচ্ছে চেয়ারগুলো। মানে গ্যালারি ত্যাগ করতে শুরু করেছিল হতাশ দর্শকরা। তারা ধরেই নিয়েছে, আর হবে না।

তবে গ্যালারি ছাড়তে শুরু করা কয়েকজন দর্শক তাদের তৃষ্ণা নিবারণের জন্য সঙ্গে রাখা পানির বোতলটি মাঠের দিকে ছুড়তেই তাদের অনুসরণ শুরু করলো অন্যরা। এ যেন বোতলবৃষ্টি। হাজার হাজার পানির বোতল উড়তে থাকলো মাঠের দিকে। খালি বোতল বেশিরভাগ, তাই বেশি দূরত্বে নিতেও পারলো না দর্শকরা। গ্যালারির পাশের সবুজ ঘাসগুলোতে গড়িয়ে পড়লো বেশিরভাগ সাদা রঙের বোতল।

হাতের বোতল যেমন চললো, তেমন চললো দর্শকদের মুখও। ভুয়া-ভুয়া বলে দুয়োধ্বনি। দর্শকরে বিরক্তি ও হতাশর মধ্যেও পূর্ব গ্যালারিতে বিশাল লাল-সবুজ পতাকা ধরে রেখেছিল একদল সমর্থক। কেবল দোলানোটাই বন্ধ হয়েছিল তাদের।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।