নেইমার-ফিরমিনোর গোলে ব্রাজিলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

ম্যাচের প্রথমার্ধেই গোল পেলেন নেইমার আর ফিরমিনো। তাতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডগলাস কস্তার ক্রস থেকে দারুণ এক গোল করেন ফিরমিনো। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে পেনাল্টি পেয়ে যায় সেলেসাওরা। এবার গোল করেন তারকা ফরোয়ার্ড নেইমার।

এটি ছিল ৯১তম আন্তর্জাতিক ম্যাচে নেইমারের ৫৮তম গোল। ব্রাজিলের ইতিহাসে পেলে (৭৭) আর রোনালদোর (৬২) পর পিএসজি সুপারস্টারই তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেয়ার পর এটিই ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরিষ্কার ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৯ বারের মুখোমুখিতে ১৮টিই জয় পেয়েছে ব্রাজিল, একটি হেরেছে। ১৯৯৮ সালে কনকাকাফে ১-০ গোলের ওই হারের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা ১১ ম্যাচে জয় পেল ব্রাজিল।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।