গুয়েতেমালাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, মেসি নেই তাতে কী!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

দলের সবচেয়ে বড় সুপারস্টার লিওনেল মেসি নেই, তাতে কী! মেসির অনুপস্থিতিতেই বরং নতুন চেহারার আর্জেন্টিনাকে খুঁজে পেলেন অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। অভিষিক্ত দুই তরুণ জিয়াভান্নি সিমওন আর গঞ্জালো মার্টিনেজ গোল করলেন। তাতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়েতেমালাকে ৩-০ গোলে উড়িয়ে দিল আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ ব্যর্থতার পর আর্জেন্টিনা দল থেকে স্বেচ্ছা নির্বাসনে গেছেন লিওনেল মেসি। আদৌ তিনি আর জাতীয় দলে খেলবেন কি না, সেই প্রশ্ন রয়ে গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে অবসরে যাননি এখনও।

মেসি নেই, বিশ্বকাপে ব্যর্থতার পর চাকরি হারিয়েছেন কোচ হোর্হে সাম্পাওলিও। আর্জেন্টিনার তো টালমাটাল থাকার কথা। মাঠে দেখা গেল তার উল্টোটা। শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলসে গুয়েতেমালাকে উড়িয়ে দেয়ার সঙ্গে সঙ্গে আগামীর তারকাদের পরখ করে নিয়েছেন স্কালোনি।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গঞ্জালো মার্টিনেজ। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি সেলসো। আর ৪৪ মিনিটের সময় দলের তৃতীয় গোলটি করেন অ্যাটলেটিকো মাদ্রিদের হেড কোচ এবং সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ডিয়োগো সিমওনের ছেলে জিওভান্নি সিমওন।

বিশ্বকাপে ফ্রান্সের কাছে হারের পর থেকে দলের হয়ে খেলতে পারেননি মাওরো ইকার্দি আর পাওলো দিবালা। এই ম্যাচেও তারা সাইডবেঞ্চেই ছিলেন। পোস্টের নিচে দেখা গেছে নতুন গোলরক্ষক জিরোনিমো রুলিকে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।