নেইমারকে পেতে ২৯০০ কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৮ আগস্ট ২০১৮

দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর এখনো সে অর্থে কোন বড় তারকাকে দলে ভেড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। গুঞ্জন শোনা যাচ্ছিল ব্রাজিলের তারকা নেইমারকে এনে রোনালদোর অভাব পূরণ করবে গত শতাব্দীর সেরা ক্লাবটি।

কিন্তু নতুন মৌসুম শুরুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও নেইমারকে রিয়ালে আনার কোন লক্ষণ দেখা যাচ্ছিল না স্পেনের ক্লাবটিতে। তবে এখনো যে ব্রাজিলিয়ান তারকাকে দলে পাওয়ার আশা ছাড়েনি রিয়াল তা জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

শুধু তাই নয়! রোনালদোর রেখে যাওয়া শূন্যস্থান পূরণের লক্ষ্যে নেইমারকে দলে পেতে রিয়াল এতোটাই মরিয়া যে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (প্রায় ২৯০০ কোটি টাকা) পর্যন্ত খরচ করতে রাজি ক্লাবটি, এমনটাই জানাচ্ছে স্পেনের সংবাদমাধ্যমগুলো।

গত মৌসুমেই রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ২১৪০ কোটি টাকা) ট্রান্সফার ফি’তে লা লিগার আরেক ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’তে (পিএসজি) নাম লিখিয়েছিলেন নেইমার। সেই রেকর্ড ভেঙে দিয়ে নেইমারকে কিনতে নতুন রেকর্ড গড়তেও কোন সংশয় নেই রিয়ালের।

তবে নেইমারের বর্তমান ক্লাব পিএসজি পাহাড়সম ট্রান্সফার ফি’তে তাকে দলে নিয়ে মাত্র এক মৌসুম পরেই আবার ছেড়ে দিতে রাজি হবে কিনা সেটিই বড় প্রশ্ন। কিন্তু রিয়াল প্রেসিডেন্ট পেরেজ একবার যে বিষয়ে শক্তভাবে মন দেন সেটি যে তিনি পেয়েই ছাড়েন তার প্রমাণ মিলেছে অনেকবার। সেই ধারায় নেইমারকে বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে নিয়ে এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।