পগবার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন অস্বীকার মরিনহোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৭ আগস্ট ২০১৮

ফুটবল বিশ্বে এখন হট টপিক, ম্যানচেস্টার ইউনাইটেডে মরিনহো-পগবার রেষারেষি। ফরাসি তারকার সঙ্গে ম্যানইউ কোচের নাকি একদমই বনিবনা হচ্ছে না। যার ফলশ্রুতিতে পল পগবা ক্লাব ছাড়তে পারেন, এমন গুঞ্জনও বাতাসে। তবে এসব গুঞ্জনকে গুঞ্জনেই সীমাবদ্ধ রাখছেন হোসে মরিনহো। ম্যানইউ কোচের দাবি, পগবার সঙ্গে তার কোনো সমস্যা নেই।

গত মৌসুমে মরিনহোর অবহেলার শিকার পগবা এবার বার্সেলোনায় চলে যেতে পারেন, এমন খবর বাজারে। তবে মরিনহো এসব কিছুই উড়িয়ে দিলেন। ২৫ বছর বয়সী ফ্রান্স তারকাকে নিয়ে ম্যানইউ কোচ বলেন, 'সে ভালো খেলছে। সে ভক্তদের জন্য, দলের জন্য খেলছে। আমি এটাই চাই। আমি এর চেয়ে বেশি কিছু তার কাছে চাইতে পারি না। বেশি কিছুর কথা বলতেও পারি না।'

শুক্রবার লেস্টার সিটির বিপক্ষে দলের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন পগবা। মরিনহো তাকে নেতৃত্বের গুরুদায়িত্বও বুঝিয়ে দেন। তবু ম্যাচশেষে পগবার এক বক্তব্য দলবদলের পালে নতুন করে হাওয়া দিয়েছে। তিনি বলেন, 'যদি আপনি সুখী না থাকেন, তবে সেরাটা দিতে পারবেন না। এমন কিছু বিষয় আছে যা আমি বলতে পারব না, বললে জরিমানা হবে।'

পগবার এমন মন্তব্য সম্পর্কে মরিনহোর কাছে জানতে চাইলে ম্যানইউ কোচ বলেন, 'সত্যিটা হলো আমরা দুই বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে আছি। তবে এই সময়টায় যেমন আছি, এর চেয়ে সুখী কখনই ছিলাম না। আমাদের মধ্যে কখনই জটিলতা ছিল না। আমি জানি না আপনারা কিভাবে কথা কাটাকাটির কথা বলছেন। সবকিছুই ঠিক আছে। আমার সঙ্গে কোনো সমস্যাই নেই তার।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।