শেষ দিনে ক্লাব ছাড়লেন বার্সার দুই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১০ আগস্ট ২০১৮

শুক্রবার রাতে পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবলের ২০১৮-১৯ মৌসুমের। প্রথম দিনে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিস্টার সিটি। এর আগে ইপিএলের দলবদলের একদম শেষদিনে ইংলিশ ক্লাব এভারটনে নাম লিখিয়েছেন বার্সেলোনার দুই খেলোয়াড়।

তারা হলেন কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরি মিনা ও পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজ। ইয়েরি মিনার দলবদলের সকল কার্যক্রম আরো আগে থেকেই গুঞ্জন বেরিয়েছিল। সে তুলনায় হুট করেই ক্লাব ছাড়লেন গোমেজ।

তবে ইয়েরি মিনা একেবারের জন্য ক্লাব ছাড়লেও এক মৌসুমের লোনে এভারটনে গিয়েছেন গোমেজ। বৃহস্পতিবার দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার ঠিক আগে এভারটনের সাথে আনুষ্ঠানিক চুক্তি করেন গোমেজ ও মিনা।

চলতি বছরের জানুয়ারিতে মাত্র ১১.৮ মিলিয়ন ইউরোতে মিনাকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। এক মৌসুম খেলার আগেই তাকে এভারটনের কাছে বিক্রি করলো ৩০.২৫ মিলিয়ন ইউরোতে।

অন্যদিকে আন্দ্রে গোমেজের জন্য ২০ মিলিয়ন ইউরো দাবি করেছিল স্পেনের ক্লাবটি। তবে শেষপর্যন্ত তাকে এক মৌসুমের জন্য ২.২ মিলিয়ন ইউরোতে লোনে দলে নিয়েছে ইংলিশ ক্লাব এভারটন।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।