রিয়াদে এশিয়ান ফুটবল লিগে সেরা খেলোয়াড় বাংলাদেশি তরুণ

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৯ আগস্ট ২০১৮

সৌদি আরবে রিয়াদ এশিয়ান ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে অলস্টার। ফাইনালে দলটি ৪-৩ গোলে হারায় পাক ইউনাইটেডকে।

এশিয়ান ফুটবল লিগের সেরা খেলোয়াড় হিসেবে ট্রফি জিতে নিয়েছেন বাংলাদেশি যুবক মুহাইমিন। মুহাইমিন তরুণদের মধ্যে দুর্দান্ত খেলোয়াড় হিসেবে খ্যাতি অর্জন করেছেন বিভিন্ন স্থানে।

রিয়াদে বসবাসরত চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ক্বারী আব্দুল হাকিমের ছেলে মুহাইমিন বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সৌদি আরব শাখায় খেলছেন।

মুহাইমিন তার এ সাফল্যের পেছনে পরিবার এবং বন্ধুদের কথা তুলে ধরেন। ভবিষ্যতে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি এই তরুণ।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।