আবারো জুটি গড়া হলো না হিগুয়াইন-রোনালদোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০২ আগস্ট ২০১৮

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে একসাথে ৪ মৌসুম খেলেছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইন ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝের পাঁচ মৌসুম আলাদা ক্লাবে খেলার পর আবারো সুযোগ তৈরি হয়েছিল এই দুই তারকা খেলোয়াড়ের জুটি গড়ার।

কিন্তু ভাগ্যের ফেরে পুনরায় আর জুটি গড়া হল না রোনালদা-হিগুয়াইনের। রিয়াল মাদ্রিদে নয় মৌসুম কাটিয়ে আসন্ন মৌসুমে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। রিয়াল ছেড়ে নাপোলিতে দুই মৌসুম কাটিয়ে পরের তিন মৌসুম জুভেন্টাসেই খেলেছেন হিগুয়াইনও।

ফলে রোনালদোর জুভেন্টাসে যোগ দেয়ার কারণে সৃষ্টি হয়েছিল দুই সাবেক রিয়াল তারকার পুনর্মিলনীর। সেই পুনর্মিলনী হয়েছে ঠিক। তবে সেটি খেলার মাঠে নয়। মাঠের বাইরের দেখাতেই শেষ তাদের পুনর্মিলনী। মাঠে আর একত্রে নামা হবে না এই জুটির।

কারণ আসন্ন মৌসুমে জুভেন্টাস থেকে লোনে এসি মিলানে যোগ দিয়েছেন হিগুয়াইন। এনিয়ে ইতালির তৃতীয় ক্লাবে নাম লেখালেন হিগুয়াইন। লোনে গেলেও হিগুয়াইনকে পেতে ১৮ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে এসি মিলানকে। মৌসুম শেষে হিগুয়াইনকে স্থায়ীভাবে রেখে দিতে আরো ৩৬ মিলিয়ন ইউরো দিতে হবে তাদের।

এদিকে জুভেন্টাসের সাথে আরো একটি চুক্তি করেছে এসি মিলান। সেটি হচ্ছে বিনিময় চুক্তি। ২৪ বছর বয়সী ডিফেন্ডার মাত্তিয়া কালদারার সাথে জায়গা পাল্টেছেন লিওনার্দো বনুচ্চি। গত মৌসুমে এসি মিলান থেকেই জুভেন্টাসে গিয়েছিলেন বনুচ্চি।

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।