পরিবর্তন আসতে পারে বিদেশি ফুটবলার কোটায়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৬ জুলাই ২০১৮

দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হতে না হতেই ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলার নিবন্ধন ও মাঠে খেলানোর নীতিমালায় পরিবর্তনের সুর। বাফুফের যে সিদ্ধান্ত, তাতে এবার একটি ক্লাব এশিয়ান কোটাসহ সর্বাধিক চারজন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। মাঠে এক সঙ্গে থাকতে পারবেন ৩ জন। বিদেশি পরিবর্তনের ক্ষেত্রে এশিয়ানের জায়গায় হতে হবে এশিয়ান। এশিয়ার বাইরের খেলোয়াড়ের পরিবর্তে এশিয়ার বাইরের খেলোয়াড়রই নামাতে হবে।

যার অর্থ, কোনো ক্লাব চাইলে এশিয়ান কোটায় একাধিক খেলোয়াড়ও নিবন্ধন করাতে পারবে। কিন্তু দলবদলের আনুষ্ঠানিকতা শুরুর দিনই কয়েকটি ক্লাব কর্মকর্তা একজোট হয়ে প্রিমিয়ার লিগ নিয়ে বাফুফের অনেক সিদ্ধান্তে সমালোচনা করায় নিয়মটা বদলে যাওয়ার আভাসও মিলছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বৃহস্পতিবার এ আভাস দিয়ে বলেছেন, ‘সব কিছুই করা হয় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে। এখন ক্লাবগুলো যদি একমত হয় চারজন বিদেশিই এক সঙ্গে খেলাতে, আমরা সেটা করে দেবো।’

তবে বিদেশি খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে পূর্বে নির্ধারিত নিয়ম বহাল থাকার কথা বলেছেন বাফুফের এ কর্মকর্তা। ক্লাবগুলোর বক্তব্য-টাকা দিয়ে বিদেশি ফুটবলার এনে কেন একজনকে খেলানোর সুযোগ তারা নেবে না। ক্লাবগুলোর এ বক্তব্যের প্রেক্ষিতেই বাফুফে সাধারণ সম্পাদক বলটি তাদের কোর্টেই ঠেলে দিয়েছেন।

বৃহস্পতিবার বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আবু নাইম সোহাগ বলেন,‘মাঠে কয়জন খেলতে পারবে সে সিদ্ধান্ত কিন্তু ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই নেয়া হয়েছে। আমি নাম বলবো না, দুটি ক্লাব চেয়েছিল ৪ জনই যাতে এক সঙ্গে খেলতে পারে। যেমন এএফসিতে সে নিয়ম আছে। কিন্তু বাকি ক্লাবগুলো বলেছে ৩ জনের কথা। এখন যদি এ নিয়ম পরিবর্তন করতে ক্লাবগুলো একমত হয়, পরিবর্তন হবে। সভা আছে। বাইলজ তো ক্লাবগুলোর সম্মতি নিয়েই অনুমোদন হয়।’

সামনে জাতীয় নির্বাচনের ডামাডোল। এমন সময় লিগ ঠিকমতো চালিয়ে নিতে পারবে কিনা বাফুফে, এমন আশঙ্কার কথাও সামনে এনেছেন কয়েকটি ক্লাব কর্মকর্তা। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘২০১৮ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হবে, তা সবাই জানি। গত মৌসুম শেষ হওয়ার পর প্রফেশনাল লিগ কমিটির গোটা তিনেক সভা হয়েছে। সেখানে আগের লিগের পয়েন্ট টেবিল অনুমোদনের পাশাপাশি আগামী মৌসুম নিয়েও আলোচনা হয়েছে। সেখানে দলসংখ্যা, ভেন্যু, নতুন নিয়ম-কানুন, বিদেশি খেলোয়াড়, দলবদল, খেলা শুরু-সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আমাদের সব সিদ্ধান্তই নেয়া আছে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে। আমার মনে হয় না, জাতীয় নির্বাচন খেলার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

বাফুফের ঘোষণা অনুযায়ী, স্থানীয় খেলোয়াড়দের দলবদল ২৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত। আর বিদেশিদের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত। এখন ক্লাবগুলো যদি স্থানীয় খেলোয়াড়দের দলবদলের সময় একটু বাড়িয়ে নিতে চায়, বাফুফে হয়তো সেটা করবে-এমন আভাসই দিলেন সাধারণ সম্পাদক, ‘স্থানীয় খেলোয়াড়দের দলবদলের সময় একটু পরিবর্তন করা যায় কিনা তা বিবেচ্য। তবে সেক্ষেত্রে ক্লাবগুলোতে নিশ্চয়তা দিতে হবে খেলা যথাসময়েই শুরু হবে। কারণ, ক্লাবগুলোর সহায়তা নিয়েই আমরা ঘরোয়া মৌসুমের সূচিটা অনুসরণ করতে চাই।’

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।